কি করে তোকে বলবো ভারতীয় বাংলা চলচ্চিত্র। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তী। চলচ্চিত্রটি কন্নড় ভাষার সিনেমা মিলানা এর পুনঃনির্মাণ, যা ২০১৬ সালে মুক্তির পর থেকে এখনো দর্শক মহলে সুনাম কুড়িয়ে চলেছে। অনেক দর্শকের অনুরোধে মুভিটির HD ভিডিও লিংক নিচে দেওয়া হয়েছে।
কাহিনী সংক্ষেপ:
গল্পের শুরু থানায়, যেখানে পুলিশ আকাশকে মারছে প্রিয়াকে ভালোবাসার অপরাধে। পরে জানা যায়, প্রিয়ার বাবাই অভিযোগ করেছিলেন, কারণ তার বিয়ে অন্যত্র ঠিক হয়েছে। এতে আকাশ ভেঙে পড়ে। বাবা-মায়ের ইচ্ছেতে আকাশ অঞ্জলিকে বিয়ে করে, কিন্তু বিয়ের রাতেই অঞ্জলি ডিভোর্স চাইলে কোর্ট তাদের ছয় মাস সময় দেয়।
আকাশ জানতে পারে অঞ্জলি আসলে বিক্রমকে ভালোবাসে, কিন্তু বাবার জোরে তাকে আকাশকে বিয়ে করতে হয়েছে। আকাশ নিজের স্বার্থ বিসর্জন দিয়ে বিক্রমকে খুঁজে বের করে অঞ্জলিকে তার কাছে পৌঁছে দেয়। কিন্তু সত্য প্রকাশ পায়—বিক্রম টাকার জন্যই সম্পর্ক করছিল। এতে অঞ্জলি ভেঙে পড়ে। আকাশ তাকে অপমান থেকে রক্ষা করে, আত্মহত্যা থেকে বাঁচায় এবং স্বপ্ন পূরণের অনুপ্রেরণা দেয়।
ক্রমে অঞ্জলি বুঝতে পারে, সে আকাশ ও তার পরিবারকে সত্যিই ভালোবেসে ফেলেছে। ছয় মাস শেষে তারা ডিভোর্সে সই করে, আর অঞ্জলি বাবার সঙ্গে এয়ারপোর্টে যায়। তখন আকাশ বুঝতে পারে, সেও তাকে ভালোবাসে। সে এয়ারপোর্টে পৌঁছে বিক্রম ও তার লোকদের মোকাবিলা করে অঞ্জলিকে ফিরে পায়।
শেষে আকাশ-অঞ্জলি এক হয়। আকাশ জানায়, সে প্রিয়ার চেয়ে অনেক ভালো স্ত্রী পেয়েছে—যদিও সারাজীবন তাকে অঞ্জলির বানানো ব্রেড-জ্যাম খেয়ে কাটাতে হবে।
কি করে তোকে বলবো মুভি ডাউনলোড লিংক
Ki Kore Toke Bolbo Movie Download Link
Video Quality : Web-DL
File Size: 1.5 GB
Duration: 02:29:14 Hours



0 Comments: