তেজ আই লাভ ইউ বাংলা ডাবিং মুভি







১২ জানুয়ারী, ২০২৪ বাংলা ওটিটিতে মুক্তি পেয়েছে তেজ আই লাভ ইউ বাংলা ডাবিং মুভি। এটি একটি ভারতীয় তেলেগু সিনেমার বাংলা ডাবিং ভার্ষন। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তেজ এবং অনুপমা।

কাহিনী সংক্ষেপ:

তেজ ছোটবেলায় সাইকেল চালিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিল। এমন সময় একজন ভদ্রমহিলার প্রাইভেট কার নষ্ট হয়ে যায় রাস্তায়। তাই বাধ্য হয়ে ছেলেটির সাইকেলে চড়ে রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথে কিছু বখাটে মহিলাকে আটকে ধরে। তখন তেজ রাস্পাতা থেকে পাথর তুলে একজনকে মেরে ফেলে। এরপর মহিলাটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কোর্ট থেকে তেজের ৭ বছরের জেল হয়।

এদিকে মহিলাটি তেজের জন্য আদালতে এসে সাক্ষী দিতে চাইলেও তার স্বামী জোরপূর্বক অষ্ট্রেলিয়ায় পাঠিয়ে দেয়। এরপর কেটে যায় অনেক বছর। একসময় মহিলাটি জানতে পারেন তার স্বামী ছেলেটির জন্য কিছুই করেনি, অথচ কথা দিয়েছিল সব ব্যাবস্থা করবে। তাই এই ধোকা মেনে নিতে না পেরে হার্ট-এটাক করেন। তবে মারা যাওয়ার পূর্বে নিজের মেয়েকে বলে যান ছেলেটির কথা। তাকে খুঁজে তার মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইতে অনুরোধ করেন।

তাই মেয়েটি অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়ায় আসে তেজের খোঁজে। একসময় সে তেজকে পেয়েও যায়, কিন্তু নিজের আসল পরিচয় দেয়না। এভাবে চলতে চলতে একসময় দুজন দুজনাকে মনের অজান্তে ভালোবেসে ফেলে। কিন্তু একটি সড়ক দূর্ঘটনায় মেয়েটি স্মৃতি হারিয়ে ফেলে। এইফাকে তার বাবা আবার অস্ট্রেলিয়া ফিরিয়ে আনতে ইন্ডিয়ায় এসেছে।

তাহলে এখন কি হবে? তাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে? এই প্রশ্নের উত্তর রয়েছে সিনেমার মাঝে। তাহলে চলুন এখনি দেখা যাক নিচে দেওয়া লিংক থেকে।

তেজ আই লাভ ইউ বাংলা ডাবিং মুভি ডাউনলোড লিংক

Tej I Love You Bangla Dubbed Movie Download Link
Video Quality : Web-DL
File Size: 1.67 GB
Duration: 2:18:40 Hours



 

Similar Videos

0 Comments: