২২ মে, ২০১৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জামাই ৪২০ মুভি। এটি একটি বাংলা মুভি। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন Ankush Hazra, Soham Chakraborty, Mimi Chakraborty।
অবশ্যই! ব্লগে লেখার মতো করে আমি আপনার জন্য লিখে দিলাম—
জামাই ৪২০ : মজার সব বিভ্রান্তিতে ভরপুর এক বাংলা সিনেমা
বাংলা সিনেমায় হাসি-ঠাট্টার মিশেলে তৈরি হয়েছে অসংখ্য জনপ্রিয় ছবি। তারই ধারাবাহিকতায় দর্শকদের মনোরঞ্জনের জন্য মুক্তি পেয়েছিল জামাই ৪২০ (Jamai 420)। রবি কিনাগীর পরিচালনায় নির্মিত এই কমেডি-ড্রামা ছবিতে সহকারী পরিচালক হিসেবে ছিলেন পথিকৃত বসু।
তারকাখচিত কাস্ট:
ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতারা—সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। আর তাদের বিপরীতে রয়েছেন তিন তারকা অভিনেত্রী—মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও পায়েল সরকার। এছাড়া খরাজ মুখার্জী, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জী এবং মানসী সিনহার মতো শক্তিশালী অভিনেতারা ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
কাহিনীর আভাস
‘জামাই ৪২০’-এর মূল গল্প আবর্তিত হয়েছে বিভ্রান্তি আর ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। তিন যুবক (সোহম, অঙ্কুশ ও হিরণ) নানা জটিলতায় জড়িয়ে ব্যাংককে পৌঁছায়। সেখানে তাদের বিয়ে নিয়ে একের পর এক হাস্যকর গোলমাল তৈরি হয় তিন তরুণীর (মিমি, নুসরাত ও পায়েল) সঙ্গে। প্রিয়জনকে পেতে তারা বাধ্য হয় নানা অদ্ভুত কাজ করত। আর সেই সমস্ত অস্বাভাবিক ঘটনার মধ্য দিয়েই তৈরি হয় দর্শক মাতানো কৌতুকময় মুহূর্ত।
কেন দেখবেন?
এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ এর হালকা-ফুলকা গল্প আর তারকাখচিত কাস্ট। যারা রোম্যান্সের সঙ্গে কমেডির মিশেলে সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের জন্য জামাই ৪২০ নিঃসন্দেহে আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে।
কাহিনী সংক্ষেপ:
জামাই ৪২০ মুভি ডাউনলোড লিংক
Jamai 420 Movie Download Link
Video Quality : Web-DL
File Size: 1.13 GB
Duration: 02:17:20 Hours



0 Comments: