দাগি মুভি


আফরান নিশো অভিনীত দাগি মুভি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৩১ মার্চ ২০২৫ ইং। ছবিটিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। এটি আফরান নিশো অভিনীত ২য় মুভি।

মুভির কাহিনী সংক্ষেপ:

মুভি শুরু হয় ৭৮৬ নাম্বার কয়েদিকে দিয়ে। একটি মাডার কেসের আসামি হিসেবে তার যাবৎ জীবন জেল হয়। জেল খেটে বাড়ি ফিরে দেখতে পায় কোনো কিছুই আর আগের মতো নেই। রেখে যাওয়া ছোট্ট মেয়েটি বড় হয়ে গিয়েছে। প্রিয় স্ত্রীর মনে তার জন্য কোনো স্থান নেই। যতটা আশা নিয়ে ৭৮৬ নাম্বার কয়েদি বাড়ি ফিরেছিলেন, ঠিক ততটাই নিরাশ হয়ে আবার বাড়ি ছাড়লেন।

আইন তাকে শাস্তি দিয়েছে। কিন্তু সমাজের লোকেরা তার জন্য ভিন্ন সাজার ব্যাবস্থা করে রেখেছে। তাই এই সমাজে তার ঠাই হয় একজন দাগি ব্যাক্তি হিসেবে। এরপর এই দাগিকে দিয়ে এলাকার রাঘব বোয়ালরা নিজেদের কাজ হাসিল করতে চেষ্টা চালায়।

সবপথ যখন বন্ধ হয়ে যায় তখন সেই কয়েদি হিংস্র হয়ে ওঠে। ঘুরে দাঁড়ায় নতুন করে বাঁচার জন্য। এরপর শুরু হয় একের পর এক লড়াই। হয় বাঁচবো, নয়তো মরবো। তবু মাথা নিচু করে থাকবোনা।

সবমিলিয়ে মুভিটিতে এক অসাধারণ কাহিনী রয়েছে। একশন, রোমান্স সব কিছুই আছে। একটি পূর্ণাঙ্গ গল্প নির্ভর মুভি এই দাগি।

মুভিটি দেখতে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন।

দাগি মুভি ডাউনলোড লিংক

Daagi Movie Download Link
Video Quality : Web-DL
File Size: 1.47 GB
Duration: 02:41:09 Hours

 

Similar Videos

0 Comments: