২৭ অক্টোবর, ২০২৩ একটি বাংলাদেশী ওটিটিতে মুক্তি পেয়েছে তেলেগু সিনেমা মুকুন্দ এর বাংলা ডাবিং ভার্ষণ “শত্রু”। বাংলা ডাবিং মুভিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বরুণ তেজ, পূজা হেগড়ে এবং মোহাম্মদ আলী।
কাহিনী সংক্ষেপ:
স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক অর্জুনের। এই খবর পৌঁছে যায় চেয়ারম্যানের ছেলের কানেও। ফলে অর্জুনকে বারবার মারার চেষ্টা করে সে। কিন্তু প্রতিবারি অর্জুনের বন্ধু মুকুন্দো এসে বাঁচায়। একপর্যায়ে চেয়ারম্যান নিজেও বিরক্ত হয়ে ওঠে মুকুন্দের উপর। তবে সামনে নির্বাচন থাকায় কিছুটা নমনীয় আচর করে। অন্যথায় মানুষ মারা তার কাছে খুবি সাধারণ বিষয়।
পরিস্থিতি সামাল দিতে মুকুন্দোকে নিজের দলে ভেরানোর চেষ্টা করে চেয়ারম্যান। কিন্তু তাতে রাজি হয়না মুকুন্দো। তাই পরিস্থিতি আরো খারাপের দিকে আগায়। একপর্যায়ে মুকুন্দো চেয়ারম্যানের বিপরীতে ভিন্ন এক প্রার্থী দাড় করায়। চেয়ারম্যানের বিপক্ষে নির্বাচন করে মুকুন্দো জয়লাভ করে। ফলে ক্ষমতার দাম্ভিকতা কিছুটা কমে।
কিন্তু নিজের পরাজয়ের বিষটা মেনে নিতে পারেনা চেয়ারম্যান। তাই এবার মরণকামড় দিতে চায়। কিন্তু কিভাবে? সেটা জানতে দেখতে হবে শত্রু মুভির শেষ পর্যন্ত।
শত্রু বাংলা ডাবিং মুভি ডাউনলোড লিংক
Shotru Bangla Dubbed Movie Download Link
Video Quality : Web-DL
File Size: 1.13 GB
Duration: 2:08:03 Hours



0 Comments: