সুপ্রিম একটি ২০১৬ সালের ভারতীয় তেলুগু ভাষার অ্যাকশন-কমেডি চলচ্চিত্র। এই চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সাই ধরম তেজ ও রাশি খন্না।
সুপ্রিম ২০২৪ সালের ৫ জুন বাংলা ভাষায় ওটিটিতে মুক্তি পায় এবং প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।
কাহিনি সংক্ষেপ:
আনন্তপুরে এক রাজপরিবার কর্তৃক প্রতিষ্ঠিত জাগৃতি ফাউন্ডেশন হাজার হাজার একর জমি নিয়ে গঠিত। বর্তমানে এখানে স্কুল, কলেজ, হাসপাতাল, অনাথআশ্রম, নার্সিং হোমসহ নানান সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এর বর্তমান তত্ত্বাবধায়ক নারায়ণ রাও। কিন্তু এক দুষ্কৃতিকারী মাফিয়া নেতা বিক্রম সরকার একটি ফাঁকফোকর ব্যবহার করে ফাউন্ডেশনটি দখল করে সেখানে একটি ফ্যাক্টরি বানাতে চায়। নারায়ণ রাও আদালতে মামলা করেন এবং এক মাসের মধ্যে উত্তরাধিকারী ও মূল কাগজপত্র হাজির করার প্রতিশ্রুতি দেন।
বিক্রম সরকার একজন পেশাদার খুনি বীকুকে নিয়োগ দেয় উত্তরাধিকারীকে হত্যা করার জন্য। নারায়ণ রাও খোঁজ পান যে উত্তরাধিকারী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তৃতীয় প্রজন্মের রাজা রাও ওই কাগজপত্র নিজের কাছে রাখেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এক সড়ক দুর্ঘটনায় মারা যান এবং সেই সঙ্গে কাগজপত্রও হারিয়ে যায়।
এখান থেকেই শুরু হয় মূল কাহিনী। সম্পূর্ণ গল্প বলে দিলে মুভি দেখার আসল মজাটাই পাবেননা। তাই নিচে দেওয়া লিংক থেকে মুভিটা দেখুন।
সুপ্রিম বাংলা ডাবিং মুভি ডাউনলোড লিংক
Supreme Bangla Dubbed Movie Download Link
Video Quality : Web-DL
File Size: 1.27 GB
Duration: 02:17:02 Hours



0 Comments: