১৬ ফেব্রুয়ারি ২০১৮ সিনেমা হলে মুক্তি পেয়েছিল নূর জাহান চলচ্চিত্র। ছবিটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের আদৃত রায় এবং বাংলাদেশের পূজা চেরি। এটি মারাঠি সিনেমা সাইরাতের পুননির্মাণ।
কাহিনী সংক্ষেপ:
নূর একজন মেধাবী ছাত্র। এই বছর তার নিজের জেলায় সর্বোচ্চ মার্ক পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। তবে সে দরিদ্র পরিবারের সন্তান। অন্যদিকে জাহান একটি ধনী পরিবারের মেয়ে। জাহানের বাবা একজন রাজনীতিবিদ।
কথায় আছে, ভালোবাসা জাত মানেনা, ধনী-গরিব দেখেনা। নূর ও জাহানের ক্ষেত্রে ঠিক এমনটিই ঘটেছে। তারা একে অপরকে অনেক ভালোবাসে। কিন্তু এই ভালোবাসা জাহানের বাবা মেনে নেয়না।
একটি সুখী জীবনের আশায় তারা বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু একপর্যায় জাহানের বাবা তাদের ধরে ফেলে। এরপর আবারো তারা পালানোর চেষ্টা করে কিন্তু আবারো ব্যার্থ হয়।
ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে নূর ও জাহানের জন্যে। তাই সর্বশেষ একটি কঠিন সিদ্ধান্ত নেয় তারা। যে কথা ভাবতে গেলেও গা শিউরে ওঠে। যাইহোক নিচে মুভিটার ডাউনলোড লিংক দেওয়া আছে। ভালো লাগলে দেখতে পারেন।
নূর জাহান মুভি ডাউনলোড লিংক
Noor Jahaan Movie Download Link
File Size: 1.06 GB
Duration: 02:22:11 Hours



0 Comments: