১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল লাভ আজ কাল পরশু চলচ্চিত্র। মুভিটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের বেশ কয়েকজন ভারতীয় হট তারকা।
কাহিনী সংক্ষেপ:
মুভি শুরু হয় রুপ রে নামের একজন গায়ককে দিয়ে। সাড়া দেশে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। একটি রিসোর্টে তিনি ভালো সময় কাটাতে এসেছেন। এখানে একটি রেস্টুরেন্টে বসে খাবারের মেনু দেখছিলেন। এমন সময় লাতিকা নামের এক ভক্ত তার সাথে সেলফি নিতে আসে। যাইহোক, পাশের এক টেবিলে বসে ছিলেন ভিন্ন এক সুন্দরী মেয়ে। তাই তার সাথে ফ্লাটিং করতে আসে রুপ-রে। কিন্তু সেই মেয়েটি তাকে চেনেইনা।
মেয়েটির নাম টিনা, ভারতীয় ক্রিকেট টিমের হয়ে খেলেন। রুপ-রে টিনার পরিচয় পাওয়ার পর নিজেই লজ্জায় পড়ে গেলেন। যাইহোক, এভাবেই তাদের মধ্যে পরিচয় হয়, যা একসময় বন্ধুত্বে পরিণত হয় এবং শেষ মেষ প্রেমে গড়াবে। কিন্তু তাদের মধ্যে প্রেম হতে চেয়েও হয়না।
টিনার আগে বয়ফ্রেন্ড ছিল। ধোকা দিয়ে টিনার জীবন থেকে সে চলে গিয়েছে। এই কথা রুপ-রে জানতে পেরে টিনাকে বোঝায়, ভূল মানুষকে সে এতো ভালোবেসেছে, তাহলে সঠিক মানুষকে কতটা ভালোবাসবে। কিন্তু টিনা বিরক্ত হয়ে বলে, ভালো মানুষ কে সেটাকি কপালে লেখা থাকবে? মূলত এখান থেকেই শুরু হয় মুভির মূল গল্প।
লাভ আজ কাল পরশু মুভি ডাউনলোড লিংক
Love Aaj Kal Porshu Movie Download Link
Video Quality : Web-DL
File Size: 1.41 GB
Duration: 01:42:42 Hours



0 Comments: