কাছের মানুষ ২০২২ সালে মুক্তি প্রাপ্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং ইশা সাহা।
এই ছবিতে কুন্তল এবং সুদর্শন নামক দুই ব্যাক্তির জীবনের কঠিন দুর্দশা দেখানো হয়েছে। কুন্তলের কাহিনি শুনে সুদর্শনের মাথায় আসে এক ভয়ংকর পরিকল্পনা, যা দুজনের সমস্যা সমাধানে সহায়ক হতে পারে। এরপর শুরু হয় জীবনের সঙ্গে লুকোচুরি খেলা।
কাহিনি সংক্ষেপ:
কুন্তল রেল লাইনে দাড়িয়ে ট্রেন আশার অপেক্ষা করছে। অনেক সময় পেড়িয়ে গেলেও কোনো ট্রেন আসেনা। তাকে রেল লাইনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুদর্শন নামের আরেকজন ব্যাক্তি এগিয়ে আসে। তিনি কুন্তলের কাছে সিগারেট ধরানোর আগুন চাইলেন। তাই বিরক্ত হয়ে কুন্তল চলে যেতে থাকলে, একটি চিঠি তার পকেট থেকে নিচে পড়ে যায়।
চিঠিতে কুন্তলের আত্মহত্যার কথা লেখা ছিল। তার ছোট ভাই একটি স্কিমে টাকা জমা দিয়েছিল। কিন্তু কম্পানি সব টাকা মেরে পালিয়েছে। তাই আজ কুন্তলের পরিবারে অশান্তি। নিজেকে অপরাধী ভেবে কুন্তলের ভাই আত্মহত্যা করে মারা যায়। এই ঘটনার পড় তার মা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। তাই কুন্তল নিজেও আর বাঁচতে চায়না।
অন্যদিকে সুদর্শনের ছোট বোনের হার্টে একটি ফুটো আছে। একটা বড় অপারেশন করতে হবে। এজন্য তার পাঁচ লক্ষ টাকা লাগবে। তাই বুদ্ধি করে কুন্তলের নামে একটি লাইফ ইন্সুরেন্স খোলে। কোনো কারণে কুন্তল যদি দূর্ঘটনায় মারা যায়, তবে সে ১০ লক্ষ টাকা পাবে।
প্রথম দিকে কুন্তল এই প্রস্তাব মানতে না চাইলেও একসময় মেনে নেয়। এরপর গল্প মোড় নেয়। সুদর্শন মরিয়া হয়ে ওঠে কুন্তলের এক্সিডেন্ট ঘটাতে। যাতে তার মরণাপন্ন বোনের চিকিৎসার জন্য টাকা জোগাড় হয়। শুরু হয় কুন্তল ও সুদর্শনের মধ্যে জীবন-মৃত্যুর লড়াই।
কাছের মানুষ মুভি ডাউনলোড লিংক
Kacher Manush Movie Download Link
Video Quality : Web-DL
File Size: 709.4 MB
Duration: 02:13:11 Hours



0 Comments: